- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্ট: PNN
গত বৃহস্পতিবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে এগিয়ে থাকা সত্ত্বেও শেষ মুহূর্তের গোলে ২-২ গোলে ড্র করতে হয় বাংলাদেশকে। ম্যাচে চোখধাঁধানো দুটি গোল করেছেন দলের তারকা হামজা চৌধুরী। প্রথম গোলটি ছিল ওভারহেড কিক এবং দ্বিতীয়টি পেনাল্টি থেকে ‘পানেনকা’ শটে। এত দুর্দান্ত পারফরম্যান্সের পরও জয় না পাওয়ায় যে কোনো খেলোয়াড় হতাশ হতেই পারেন। হামজাও ছিলেন তাই, তবে তিনি পেশাদার ফুটবলার হিসেবে ভারতের বিপক্ষে ম্যাচে আবারও বুকভরা আশা নিয়ে মাঠে নামার প্রতিশ্রুতি দিয়েছেন।
লেস্টার সিটির সাবেক এই মিডফিল্ডার দীর্ঘদিন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। বর্তমানে তিনি ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগীয় প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপে খেলছেন। উচ্চস্তরের ফুটবল অভিজ্ঞতা থাকায় তিনি জানেন, নেপাল ম্যাচ একমাত্র শেষ কথা নয়। তাই ভারতের বিপক্ষে নতুন লড়াই শুরু হওয়ার আগে পুরো দলকে প্রেরণা দিতে হবে।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে হামজা লিখেছেন, “বড় ম্যাচের সব প্রস্তুতি সম্পন্ন। দর্শকদের সমর্থন ও উচ্ছ্বাস মাঠে অনুভব করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। ইনশা আল্লাহ।”
নেপালের বিপক্ষে ম্যাচের পর ইনস্টাগ্রামে হামজা লিখেছেন, “রাতের ম্যাচের হতাশাজনক সমাপ্তি, যা আমাদের জেতা উচিত ছিল। সব সময়ের মতো সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আসুন সবাই ঐক্যবদ্ধ থাকি। বড় লড়াইয়ের জন্য সবাই প্রস্তুত হই।”
আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। ইতিমধ্যে সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র ৬ মিনিটের মধ্যে, যা এই ম্যাচে দর্শকের উন্মুখ আগ্রহ প্রমাণ করছে।
হামজা চৌধুরীর নেতৃত্বে এবং দলের একতা দেখিয়ে বাংলাদেশ এবারও মাঠে লড়াই করতে প্রস্তুত। ভারতের বিপক্ষে ম্যাচে দলের লক্ষ্য জয় এবং সমর্থকদের উচ্ছ্বাস মেলে ধরে দলকে এগিয়ে নেওয়া।