- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন আজ শনিবার (২০ সেপ্টেম্বর) শহরের পুরোনো স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ নয় বছর পর এ সম্মেলনের আয়োজন করায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট ছয়জন প্রার্থী লড়াই করছেন। ১৩টি উপজেলা ও ৮ পৌর কমিটির ২ হাজার ৯০ জন কাউন্সিলর সরাসরি ভোটের মাধ্যমে জেলা বিএনপির নেতৃত্ব নির্বাচন করবেন।
সম্মেলনকে ঘিরে শহরের বিভিন্ন সড়ক, বিশেষ করে স্টেশন রোড, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে ভরে গেছে। নির্মাণ করা হয়েছে দুই শতাধিক তোরণ এবং স্টেডিয়ামে তৈরি হয়েছে বিশাল মঞ্চ ও প্রায় ৩০ হাজার বর্গফুটের অস্থায়ী ছাউনি।
আজ বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
সভাপতি পদে বর্তমান জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম (প্রতীক: আনারস) এবং সহসভাপতি রুহুল হোসাইন (প্রতীক: ছাতা) প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সম্পাদক মো. মাজহারুল ইসলাম (রিকশা), সদর উপজেলা সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল (ফুটবল), নিকলী উপজেলার শফিকুল আলম রাজন (মাছ) এবং একই উপজেলার সাজ্জাদুল হক (গোলাপ ফুল)।
নেতাকর্মীরা বলছেন, সম্মেলন ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচনের এ আয়োজন বিএনপির গণতান্ত্রিক চর্চার একটি বড় উদাহরণ বলেও তারা মনে করছেন।