Tuesday, October 14, 2025

কিশোরগঞ্জে বিএনপি নেতা ফজলুর রহমানের পক্ষে বিক্ষোভ মিছিল


ছবিঃ বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ মিছিল করেন নেতা–কর্মীরা (সংগৃহীত)

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বিরুদ্ধে কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে কিশোরগঞ্জের অষ্টগ্রামে মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।

সোমবার বিকেলে উপজেলা সদরের খেলার মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক (নজরুল)। বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জুবায়ের হাসান (ইয়ামিন)সহ স্থানীয় বেশ কয়েকজন নেতা।

বক্তারা অভিযোগ করেন, জামায়াত ও এনসিপির একটি অংশ ষড়যন্ত্র করে দীর্ঘদিনের ত্যাগী নেতা ফজলুর রহমানকে হেয় করার চেষ্টা করছে। তাঁরা বলেন, দলে সংকটময় সময়ে ফজলুর রহমান সবসময় নেতাকর্মীদের পাশে থেকেছেন। এখন তাঁর বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যা সফল হবে না।

নিজামুল হক হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা অষ্টগ্রাম-ইটনা-মিঠামইনের বিএনপির নেতাকর্মীরা চুপ করে বসে থাকব না। যদি ষড়যন্ত্রমূলক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তবে আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের নেতাকে রক্ষা করব।”

সমাবেশ শেষে ফজলুর রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন