Tuesday, October 14, 2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন: তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা


ছবিঃ আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে (সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের আটটি ভোটকেন্দ্রকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রথম স্তরে দায়িত্বে থাকবেন বিএনসিসি সদস্য ও প্রক্টরিয়াল টিম। দ্বিতীয় স্তরে নিরাপত্তার দায়িত্ব পালন করবে পুলিশ বাহিনী। আর ক্যাম্পাসের সাতটি প্রবেশমুখে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে অবস্থান করবে সেনাবাহিনী। প্রয়োজনে সেনাসদস্যরা ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করবে এবং ভোট গ্রহণ থেকে ফলাফল ঘোষণার পুরো সময়জুড়ে ভোটকেন্দ্র পাহারা দেবে।

আজ মঙ্গলবার সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে প্রার্থীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় ডাকসু ও হল সংসদের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীসহ রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনের সাত দিন আগে থেকে আবাসিক হলে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না। ছাত্রীদের হলে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ থাকবে সবসময়। এছাড়া নিয়মিত টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হবে।

নির্বাচনের আগের দিন (৮ সেপ্টেম্বর) এবং নির্বাচনের দিন (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। একইসঙ্গে ক্যাম্পাসে কেবল বৈধ শিক্ষার্থী, অনুমোদিত সাংবাদিক ও নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রবেশের অনুমতি থাকবে। সাধারণ প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থানরত শিক্ষার্থীদের ভোটদানে অংশগ্রহণ নিশ্চিত করতে অতিরিক্ত বাস সার্ভিস চালু করা হবে। এসব বাস চলাচলে সার্বিক সহযোগিতা দেবে পুলিশ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন