Tuesday, October 14, 2025

জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিতের উদ্যোগ নেবে ওআইসি


সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকায় চলমান সংঘাত ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। সোমবার (২৫ আগস্ট) সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠক শেষে প্রকাশিত চূড়ান্ত ঘোষণায় এ সিদ্ধান্ত জানানো হয়। খবর বার্তা সংস্থা মেহেরের।

ওআইসি’র ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণায় বলা হয়, সদস্য রাষ্ট্রগুলোকে জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে। কারণ ইসরাইল সদস্যপদ লাভের জন্য প্রয়োজনীয় শর্তাবলীর স্পষ্ট লঙ্ঘন করছে এবং জাতিসংঘের প্রস্তাবগুলোকে ধারাবাহিকভাবে অবজ্ঞা করে আসছে। এ কারণে জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিতের জন্য যৌথভাবে কাজ করা উচিত বলে মনে করে সংস্থাটি।

ঘোষণায় আরও বলা হয়, গাজায় শান্তি প্রচেষ্টা ও যুদ্ধবিরতির উদ্যোগকে ইসরাইল ইচ্ছাকৃতভাবে প্রত্যাখ্যান করছে, যার ফলে মানবিক বিপর্যয় তীব্রতর হচ্ছে। জিম্মি ও বন্দিদের আটক রাখা এবং বেসামরিক নাগরিকদের মৌলিক মানবিক সহায়তা থেকে বঞ্চিত করার দায়ও ইসরাইলের ওপর বর্তায়।

২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৬২ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে উল্লেখ করেছে ওআইসি। লাগাতার সামরিক অভিযানে উপত্যকার বিপুল অংশ ধ্বংস হয়ে গেছে এবং এখানকার জনগণ দুর্ভিক্ষের মুখে পড়েছে।

এছাড়া গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ওআইসি মনে করে, আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞা ও মানবিক বিপর্যয় সৃষ্টির দায়ে বিশ্ব সম্প্রদায়ের উচিত ইসরাইলের জাতিসংঘ সদস্যপদ স্থগিতের বিষয়ে ঐক্যবদ্ধ হওয়া।



---

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন