Friday, December 5, 2025

খুলনায় সন্ত্রাসী হামলার শিকার ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এহেতাশামুল হক শাওন


ফাইল ছবিঃ বাংলাদেশের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও খুলনা প্রেসক্লাবের সদস্য এহেতাশামুল হক শাওন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | খুলনা:

খুলনায় বাংলাদেশের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও খুলনা প্রেসক্লাবের সদস্য এহেতাশামুল হক শাওন এবং খুলনা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও দৈনিক প্রবাহের মফস্বল সম্পাদক কামরুল মনি কে বেধড়ক মারপিট করেছে দুর্বৃত্তরা।

ঘটনা ঘটে আজ (৮ নভেম্বর, শনিবার) বেলা সওয়া ৩টার দিকে শিববাড়ী মোড়স্থ সুলতান ডাইনের সামনে। উপস্থিতদের অভিযোগ, আহত সাংবাদিকদের সহায়তার জন্য ৯৯৯ নম্বরে ফোন করা হলেও আধাঘন্টা পরেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি।

উভয় সাংবাদিক আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নেন। আহতদের পরিবার ও সহকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করেছেন।

স্থানীয় সাংবাদিক মহল এই হামলাকে গণমাধ্যমে কাজ করা সাংবাদিকদের ওপর নীল নকশার একটি হুমকি হিসেবে বিবেচনা করছেন। তারা বলেছেন, “সংবাদ সংগ্রহ ও সত্য প্রকাশের জন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ ধরনের হামলা কখনোই বরদাস্তযোগ্য নয়।”


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন