Tuesday, October 14, 2025

খুলনায় বিএনপির নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, হামলাকারীদের খুঁজছে পুলিশ


ছবিঃ বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ইনসেটে আবু হোসেন বাবু ও উদ্ধার হওয়া ককটেল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | খুলনা:

খুলনার রূপসা উপজেলায় বিএনপির সদস্যসচিব আবু হোসেন বাবুর বাড়িতে মঙ্গলবার রাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীদের ধরতে স্থানীয়রা এগিয়ে আসলেও তারা তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে আট মোটরসাইকেলে এসে কয়েকজন যুবক আবু হোসেন বাবুর বাড়ির সামনে একটি চায়ের দোকানে অবস্থান নেন। পরে পাঁচজন যুবক বাড়ির ভেতরে প্রবেশ করে দুটি ককটেল নিক্ষেপ করে। তবে বিস্ফোরণের সময় বাবু বাড়িতেই ছিলেন।

রূপসা থানার ওসি মুহম্মদ মাহফুজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং হামলাকারীদের ধরার জন্য অভিযান চলছে। বুধবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এই ঘটনার প্রতিবাদে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করবেন। এছাড়া খুলনা বিএনপি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন