Tuesday, October 14, 2025

দালালের ফাঁদে পড়ে চার বছর ধরে ভারতের কারাগারে বাংলাদেশি তিন কিশোর


ছবিঃ ইনসেটে আটক হওয়া ৩ তরুণ (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

দক্ষিণ আফ্রিকায় যাওয়ার প্রতিশ্রুতি পেয়ে দালালের ফাঁদে পড়া তিন বাংলাদেশি কিশোর ভারতের উত্তর প্রদেশের লখনৌ কারাগারে চার বছর ধরে আটক রয়েছেন। কিশোরদের পরিবার বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার পরও তাদের ফেরত না পাওয়ায় উৎকণ্ঠায় দিন পার করছে।

আটক কিশোররা হলেন মেহেদী (১৯), মমিন (১৮) ও শাওন (১৬)। তারা মাদারগঞ্জ উপজেলার জোনাইল এলাকার বাসিন্দা। তাদের স্বজনদের অভিযোগ, ২০২১ সালে একই গ্রামের দুই ব্যবসায়ী কম খরচে দক্ষিণ আফ্রিকায় পাঠানোর কথা বলে তাদের থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন। পরে তারা তিন কিশোরকে ভারতে নিয়ে গিয়ে জাল কাগজপত্র তৈরি করে লখনৌ পর্যন্ত পৌঁছে দেন।

২৭ অক্টোবর ২০২১ সালে লখনৌ পুলিশের হাতে কিশোররা আটক হন। পুলিশ তাদের কাছ থেকে তিনটি জাল পাসপোর্ট, তিনটি আধার কার্ড, তিনটি ভোটার কার্ড ও ১২টি এটিএম কার্ড জব্দ করে। এ সময় তাদের সঙ্গে থাকা স্থানীয় ব্যবসায়ীরা পালিয়ে যায়।

শাওনের বাবা রেজাউল করিম বলেন, "আমার ছেলে কিছুই বুঝে নি। সব করেছে দালালরা। প্রাণ নাশের ভয় দেখিয়ে তারা এমন করেছে।" মেহেদীর বাবা সোনা মন্ডল জানান, "আমরা দরিদ্র। শেষ সম্বল বিক্রি করে ছেলেটাকে বিদেশে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু দালালরা তাদের ভারতে পাঠিয়ে দিয়েছে।"

মাদারগঞ্জ পৌরসভা পশুয়া ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত আলী জানান, বিজিবি ও ভারতীয় দূতাবাসসহ সংশ্লিষ্ট দপ্তরে বারবার আবেদন করেও কিশোরদের মুক্তি পাওয়া যাচ্ছে না।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন