- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | রাজশাহী:
রাজশাহীর বাগমারায় চাঁদা আদায় ও মারধরের অভিযোগে তাঁতী দলের নেতা নবাব হোসেন ওরফে বাচ্চু (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নওগাঁর মান্দা উপজেলার কালীনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, বুধবার তাকে আদালতে তোলা হবে।
গ্রেপ্তার নবাব হোসেন বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের চাঁইসাড়া গ্রামের বাসিন্দা এবং গোবিন্দপাড়া ইউনিয়ন তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদা না দেওয়ায় তিনি নারায়ণ ভবানী (৫৫) নামে এক ব্যক্তিকে মারধর করেন। আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় শতাধিক নারী-পুরুষ ঘটনার প্রতিবাদে বাগমারা থানায় অবস্থান নেন এবং নিরাপত্তা ও গ্রেপ্তার দাবিতে আশ্বাস পাওয়ার পর সরে যান। রাতে আহত ব্যক্তি বাদী হয়ে মামলা করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় নবাবকে গ্রেপ্তার করে।
উপজেলা তাঁতী দল শুরুতে নবাবকে নেতা হিসেবে অস্বীকার করলেও পরে কেন্দ্রীয় কমিটি তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে এবং পুলিশের হাতে দ্রুত তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। তাঁতী দলের আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠনের মাধ্যমে স্থায়ী বহিষ্কারের উদ্যোগ নেয়ার কথাও উল্লেখ করা হয়েছে।