- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | খুলনা:
নগরীর ২নং কাস্টমঘাট এলাকায় ইমরান মুন্সি (৩৫) নামের এক ব্যবসায়ীকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত ইমরান মুন্সি মুন্সিপাড়া দ্বিতীয় গলির বাসিন্দা বাবুল মুন্সির ছেলে। জানা গেছে, তিনি ইট-বালুর ব্যবসা করতেন। তবে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, নিহত ইমরান খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর দলের সক্রিয় সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তাঁর গতিরোধ করে। এরপর তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়।
খুলনা থানার এসআই আব্দুল হাই সাংবাদিকদের জানান, নিহত ইমরান মুন্সি গ্রেনেড বাবুর সক্রিয় সদস্য ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, অপর শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্যরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। দুর্বৃত্তরা হত্যার পর মোটরসাইকেল চালিয়ে দ্রুত পুলিশ লাইনের দিকে পালিয়ে যায়।
এসআই আরও বলেন, "আমরা এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছি এবং ঘটনার রহস্য উন্মোচনে বিভিন্নস্থানের ভিডিও ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি।" ধারণা করা হচ্ছে, পুরোনো সন্ত্রাসী দ্বন্দ্ব বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে।