- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এত বড় একটি গণ-অভ্যুত্থান এবং অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দায়িত্বকে কেবল একটি নির্বাচন আয়োজনের মাধ্যমে শেষ করে ‘এক্সিট’ (প্রস্থান) নিতে চাইলে বাংলাদেশের মানুষ তাঁদের আর কোনো দিন আশ্রয় দেবে না। তিনি মনে করেন, শুধুমাত্র নির্বাচন দিয়ে দিলেই সম্মান বেঁচে যাবে—এমন চিন্তা উপদেষ্টাদের পরিহার করা উচিত।
সোমবার সন্ধ্যায় রাজশাহীতে দলের জেলা ও মহানগর কমিটির এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সারজিস আলম এই মন্তব্য করেন। নগরের অলকার মোড়ে চেম্বার অব কমার্স ভবনে এই সভা অনুষ্ঠিত হয়, যেখানে রাজশাহী জেলা ও মহানগরের এনসিপি নেতারা উপস্থিত ছিলেন।
সারজিস আলম স্পষ্ট করে দেন যে উপদেষ্টাদের দায়িত্ব শুধু একটি নির্বাচন আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি বলেন, অভ্যুত্থান–পরবর্তী সময়ে প্রতিটি ক্ষেত্রে যে দৃঢ় সংস্কার ও সিদ্ধান্ত দেখার আশা মানুষ করেছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। মানুষ যে অপকর্মগুলোর বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, সেগুলোর শেষ দেখতে চেয়েছিল। এনসিপি নেতা হুঁশিয়ারি দেন, এই গাফিলতির দায় উপদেষ্টাদের নিতে হবে।
তিনি উপদেষ্টাদের সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, "এভাবে চুপিচুপি চলে যাওয়ার চেয়ে, দায়সারা চলে যাওয়ার চেয়ে, সসম্মানে যদি একটা দেশের মানুষের জন্য কিছু করে বরং নিজে ক্ষতিগ্রস্ত হন, ওই ক্ষতিগ্রস্ত হওয়াটাও সম্মানের।" তিনি চান উপদেষ্টারা যেন অভ্যুত্থানটাকে ধারণ করে তাঁদের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করেন।
নির্বাচন কমিশনের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে এনসিপি’র এই নেতা বলেন, বিগত বছরগুলোতে নির্বাচন কমিশন যেভাবে চলেছে, বর্তমান কমিশনও যদি সেভাবেই চলার চেষ্টা করে, তবে তা হবে অভ্যুত্থানের জন্য লজ্জাজনক।
তিনি রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত নিয়েও প্রশ্ন তোলেন। সারজিস আলম বলেন, এনসিপি ২২টি জেলা ও ১০০টি উপজেলায় কমিটি করে শর্ত পূরণে ঘাম ঝরাচ্ছে, অথচ "দুই ফিট বাই দেড় ফিটের একটি পিভিসি ব্যানার ঝুলিয়ে কোনো নামসর্বস্ব দল নিবন্ধনের যোগ্য বিবেচিত হয়। এটা হতে পারে না।" তিনি নির্বাচন কমিশনের নীতিমালা সংশোধনের দাবি জানান।
দলের বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের সাবেক নেতা-কর্মীদের অন্তর্ভুক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিস আলম এনসিপি’র স্পষ্ট অবস্থান জানিয়ে দেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, রানিং (বর্তমান) কোনো পদে থেকে যারা ফ্যাসিবাদের দোসরের ভূমিকা পালন করেছে অথবা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত, তাদের জন্য এনসিপিতে কোনো জায়গা নেই। তিনি আরও জানান, যদি কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ আসে, এনসিপি দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেবে।