Tuesday, October 14, 2025

সুষ্ঠু নির্বাচন জীবনের 'শেষ অঙ্গীকার': সিইসি নাসির উদ্দীন


ছবিঃ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে সূচনা বক্তব্য দেন সিইসি এ এম এম নাসির উদ্দীন (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন দেশের জন্য একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনকে তাঁর জীবনের শেষ অঙ্গীকার হিসেবে দেখছেন। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে এক সংলাপে তিনি এই দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সিইসি বলেন, দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে, বিশেষ ধরনের সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দায়িত্ব গ্রহণ করা তাঁর জীবনের জন্য একটি শেষ সুযোগ—দেশের জন্য কিছু করার অঙ্গীকার পূরণের সুযোগ। তবে তিনি একই সঙ্গে উল্লেখ করেন যে এই মহৎ কাজ একা কমিশনের পক্ষে সম্ভব নয়, এজন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা অপরিহার্য।

নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে কমিশন ইতোমধ্যে সুশীল সমাজ, সাংবাদিক এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক সংলাপ সম্পন্ন করেছে বলে জানান নাসির উদ্দীন। তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরে বলেন, “মাঠের কর্মকর্তারাই জানেন কোথায় জালিয়াতি ঘটে, কোথায় দুর্বলতা থাকে। তাঁদের অভিজ্ঞতা আমাদের জন্য মূল্যবান।”

দায়িত্ব গ্রহণের পর কমিশনের উল্লেখযোগ্য সাফল্যের কথা তুলে ধরে তিনি জানান, কমিশন ইতোমধ্যে ২১ লাখ মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দিয়েছে এবং ৪৫ লাখ নতুন যোগ্য ভোটারকে যুক্ত করেছে। নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলে নারী ভোটারের সংখ্যা এখন তুলনামূলকভাবে অনেক বেড়েছে। এছাড়াও, প্রবাসী নাগরিক ও নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা হচ্ছে।

এর আগে সোমবার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন। ওই বৈঠকে সাংবাদিকরা আইনশৃঙ্খলা, প্রার্থীদের হলফনামা, পর্যবেক্ষক সংস্থা এবং নির্বাচনী প্রচারণা–সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন।

সিইসি নাসির উদ্দীন তাঁর বক্তব্যে পুনরায় জোর দিয়ে বলেন, “আমরা চাই আগামী নির্বাচন যেন শুধু সুষ্ঠু নয়, বরং জনগণের আস্থার প্রতীক হয়। এটাই আমাদের শেষ ও সর্বোচ্চ প্রতিজ্ঞা।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন