Tuesday, October 14, 2025

খুলনার রূপসায় স্বামীর কোপে গৃহবধূর মৃত্যু


ছবিঃ পারভিন বেগম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | খুলনা :

খুলনার রূপসা উপজেলায় পারিবারিক কলহের জেরে পারভিন বেগম (৩৮) নামে এক গৃহবধূর প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার যুগীহাটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বেলা ১২টার দিকে স্বামী পলাশ শেখ ও পারভিন বেগমের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায় উত্তেজিত পলাশ হাতে থাকা ধারালো দা দিয়ে স্ত্রীর মাথা ও শরীরে কোপ দেন। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ৩টার দিকে পারভিন মারা যান।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, ঘটনার পর স্বামী পলাশ পলাতক রয়েছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন