- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | কুমিল্লা:
কুমিল্লার চৌদ্দগ্রামে স্থানীয় তরুণদের সহায়তায় গাঁজাসহ জাফর নামে এক মাদককারবারিকে আটক করার পর, ক্ষিপ্ত মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়ে আবদুর রহমান ফয়সাল নামে এক যুবককে গুরুতর আহত করেছে।
আহত ফয়সাল চিওড়া ইউনিয়নের ডিমাতলী গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে। সোমবার চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে আবদুল মমিন, জাফর ড্রাইভার ও জিসান এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। শুক্রবার রাতে স্থানীয় তরুণরা ডিমাতলী মসজিদের সামনে জাফরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক করা গাঁজা মাদক ব্যবসায়ী আবদুল মমিনের ছিল।
জাফরকে আটক করায় ক্ষিপ্ত হয়ে পরদিন শনিবার মাদক কারবারিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফয়সালের ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনার পর মাদক কারবারিরা ফয়সাল ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, জাফর ড্রাইভার সম্প্রতি চট্টগ্রামে বিপুল পরিমাণ মাদকসহ আটক হয়ে জামিনে বেরিয়ে আবারও মাদক ব্যবসা শুরু করেছে।
স্থানীয়রা দাবি করেছেন, সেনাবাহিনী, র্যাব ও পুলিশসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শিগগিরই অভিযানে জড়িতদের গ্রেফতার করবে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, “ফয়সালের পিতা দ্বীন মোহাম্মদ লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের অভিযান মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অব্যাহত রয়েছে।”