Tuesday, October 14, 2025

খুলনার হোগলাডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ২ জন নিহত, আহত ৪


ছবিঃ হোগলাডাঙ্গা মোড়ে ভয়াবহ ট্রাক দুর্ঘটনা(সংগৃহীত । নিউজ 21)

খুলনার হোগলাডাঙ্গা মোড়ে সোমবার সকাল পৌনে ৯টার দিকে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন। একটি বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন কেএমপি'র হরিণটানা থানার বাঁশবাড়ীয়া গ্রামের জাকির হোসেনের ছেলে রায়হান (১৬) এবং জুয়েল বাবু।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে একটি ট্রাক হোগলাডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে ট্রাকটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের দুই যাত্রী নিহত হন। আহত হন ইজিবাইকের আরও চারজন আরোহী।

দুর্ঘটনায় আহত চারজনকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন: ইজিবাইক যাত্রী টিটু (২৬), চালক কবির (৪৭), হাসিব (২৩) এবং নগেন্দ্রনাথ সরকার (৭৫)। হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন