Tuesday, October 14, 2025

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের নতুন ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম: কাল থেকে দায়িত্ব গ্রহণ


ছবিঃ বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগের নতুন পরিচালক জ্যঁ পেম(সংগৃহীত | বি এস এস নিউজ)

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের জন্য নতুন ডিভিশন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন জ্যঁ পেম। আগামীকাল, মঙ্গলবার (১ জুলাই, ২০২৫) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই নতুন দায়িত্ব পালন শুরু করবেন। বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন এই পদে আসার আগে জ্যঁ পেম বিশ্বব্যাংকের ফাইন্যান্স গ্লোবাল ডিরেক্টর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ডিভিশন ডিরেক্টর পদটি বাংলাদেশে বিশ্বব্যাংকের জন্য একটি নতুন পদবি, যা অনেকটা কান্ট্রি ডিরেক্টর পদের সমতুল্য। সাধারণত, কোনো কর্মকর্তা যখন একাধিক দেশের কান্ট্রি ডিরেক্টর পদে দায়িত্ব পালন করেন, তখন তাকে ডিভিশন ডিরেক্টর হিসেবে পদায়ন করা হয়।

জ্যঁ পেম একজন ফরাসি নাগরিক। তিনি ২০০৩ সালে বিশ্বব্যাংকে একজন সিনিয়র অবকাঠামো বিশেষজ্ঞ হিসেবে যোগদান করেন। এরপর থেকে তিনি বিশ্বব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় আর্থিক খাত বিষয়ে তার ব্যাপক কাজের অভিজ্ঞতা রয়েছে। তার পূর্ববর্তী দায়িত্বে তিনি বিশ্বব্যাংকের ফাইন্যান্স গ্লোবাল ডিরেক্টর হিসেবে স্থিতিশীল, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থার বিকাশে বিশ্বব্যাংকের কার্যক্রম পরিচালনা করতেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জ্যঁ পেম বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, "বাংলাদেশ বারবার নিজেদের উদ্ভাবনী শক্তি, দৃঢ় সংকল্প এবং সহনশীলতা দিয়ে উন্নয়ন ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে বিস্মিত করেছে।" তিনি আরও যোগ করেন, "আমি বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি, যেন দেশটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও প্রবৃদ্ধির গতি ধরে রাখতে পারে।" জ্যঁ পেম বিশেষ করে বাংলাদেশের বেসরকারি খাতের প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন, যা দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়ক হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন