Friday, December 5, 2025

খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজে এভারকেয়ারে বিএনপি নেতা কর্মীদের ভিড়


ছবিঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন দলের নেতা-কর্মীরা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আজ সকাল থেকেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে ভিড় করছেন দলের নেতা কর্মীরা। হাসপাতালে ভর্তি হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও তাঁর শারীরিক জটিলতা কাটেনি। এ অবস্থায় দলীয় নেতারা দূর দূরান্ত থেকে রাজধানীতে ছুটে আসছেন।

সকাল থেকেই দেখা যায়, হাসপাতালের মূল ফটকের সামনে ছোট ছোট দলে দাঁড়িয়ে আছেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। কেউ মোনাজাত করছেন, কেউ আবার খোঁজ নিতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।

গোপালগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কে এম বাবর বলেন, "আমরা এখানে এসেছি শুধু খালেদা জিয়ার খবর নিতে। তিনি বহুদিন ধরে অসুস্থ। আমরা তাঁর সুস্থতার জন্য দোয়া করছি। জাতির প্রয়োজনেই তিনি আবারও সুস্থ হয়ে উঠুন এটাই আমাদের প্রত্যাশা।"

অন্যদিকে বিএনপির কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি আবুল বাসার আকন্দ বলেন, "ম্যাডাম শুধু দলের নেত্রী নন, তিনি এই দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁকে সুস্থ দেখতে সবাই উদগ্রীব। হাসপাতালে ভিড় না করার অনুরোধ থাকলেও মন মানে না নেত্রী অসুস্থ, তাই কাছে এসে দোয়া করতে ইচ্ছে করে।"

দুপুরের পর কৃষক দলের আরেক নেতা সুলাইমান হোসাইনকে হাসপাতালের সামনে দেখা যায়। তিনি বলেন, "পরিবারের কেউ অসুস্থ হলে যেমন শান্তি থাকে না, ঠিক তেমনই খালেদা জিয়া আমাদের কাছে আপনজনের মতো। তাই খবর নিতে ছুটে এসেছি।"

এদিকে সন্ধ্যায় এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাঁর সুস্থতা কামনা করেন।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ একাধিক জটিল রোগে ভুগছেন। গত কয়েক দিনে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণ করছেন।

হাসপাতাল এলাকার যান চলাচল বিঘ্নিত হওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা কর্মীদের অযথা ভিড় না করার অনুরোধ জানিয়েছেন। তবে দলীয় নেতাদের একাংশ বলছেন, “নেত্রী অসুস্থ, তাই দূরে থাকতে মন চাইছে না।”

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি না আসায় দলীয় নেতাদের মধ্যে উদ্বেগ আরও বাড়ছে। তাঁরা প্রত্যাশা করছেন, খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে ফের রাজনীতিতে সক্রিয় হবেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন