Monday, January 19, 2026

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, সুস্থতার বিষয়ে আশাবাদী চিকিৎসকরা


ছবিঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, চিকিৎসা ব্যবস্থার প্রতি ইতিবাচক সাড়া দিচ্ছেন খালেদা জিয়া এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া নিয়মিতভাবে চিকিৎসকদের দেওয়া ওষুধ গ্রহণ করতে পারছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগলেও সাম্প্রতিক সময়ে তাঁর অবস্থার অবনতি হয়নি। চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন