- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্ট: PNN
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য জটিলতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তাঁর বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সময়সূচি নিয়ে। দলীয় সূত্র বলছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি বিদেশে নেওয়ার মতো না থাকে, তাহলে খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন।
আজ বুধবার চীন ও যুক্তরাজ্য থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা মূল্যায়ন করতে বিশেষজ্ঞ চিকিৎসকদের দুটি দল ঢাকায় আসছেন। তাঁরা চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করে জানাবেন এখনই বিদেশে নেওয়া সম্ভব হবে কি না। তাদের মতামতের ওপরই বহুটা নির্ভর করছে তারেক রহমানের সিদ্ধান্ত।
বিএনপির একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, চিকিৎসকদের পরামর্শ যদি বিদেশ নেওয়ার পক্ষে যায়, তবে নিকটবর্তী হওয়ায় সিঙ্গাপুরকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে। সে ক্ষেত্রে তারেক রহমান নিজেও সেখানে গিয়ে মায়ের পাশে দাঁড়াবেন। আর যদি চিকিৎসকরা জানান যে এখনই বিদেশে নেওয়ার উপযোগী নন খালেদা জিয়া, তাহলে তারেক রহমান দ্রুত দেশের উদ্দেশে রওনা হবেন।
২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার পর থেকেই সপরিবার লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। গত কয়েক মাস ধরে তাঁর দেশে ফেরাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চললেও কোনো দিন-তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা আছে কি না, তা যাচাইয়ের পরই তারেক রহমান দেশের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তিনি আরও জানান, স্বাস্থ্য পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও সোমবার বলেছেন, তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে তাঁরা আশা করছেন।
তারেক রহমান দেশে ফিরতে চাইলে ‘ট্রাভেল পাস’ দিতে এক দিনের বেশি লাগবে না এ কথা পুনরায় জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অপরদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে কারও নিরাপত্তা ঝুঁকি নেই এবং সরকার সবাইকে সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েক দিন ধরে স্থিতিশীল হলেও উদ্বেগরেখা এখনো কাটেনি। গত শুক্রবার তাঁর অবস্থা হঠাৎ খারাপ হলে তারেক রহমান দ্রুত দেশে ফিরছেন এমন গুঞ্জন রটে। পরে লন্ডন থেকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “মায়ের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও সিদ্ধান্তটি শুধু আমার হাতে নেই।”
চিকিৎসকদের আজকের মূল্যায়নেই নির্ধারিত হবে খালেদা জিয়ার চিকিৎসা কোন দিকে এগোবে এবং তারেক রহমানের দেশে ফেরা আরও কতটা কাছে।