Friday, December 5, 2025

এভারকেয়ার হাসপাতালের সামনে দুই প্লাটুন বিজিবি মোতায়েন


ছবিঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্যরা। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এ এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বুধবার সকালে দায়িত্বপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা আলতাফ হোসেন জানান, হাসপাতাল এলাকায় নিরাপত্তা সচেতনতার অংশ হিসেবে এক প্লাটুন সদস্য হাসপাতালের প্রধান গেটে অবস্থান করছেন, আরেক প্লাটুন আশপাশের এলাকায় টহল দিচ্ছেন। তিনি বলেন, “সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এর আগে সোমবার রাতে হাসপাতালের সামনে বাড়তে থাকা নেতা–কর্মীদের ভিড় নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ ব্যারিকেড স্থাপন করে। তবুও আজ সকাল থেকে বিএনপির নেতা-কর্মীরা ব্যারিকেডের বাইরে জড়ো হতে থাকেন। কেন্দ্রীয় নেতাদের ভিড় না করার নির্দেশনা থাকলেও অনেকেই জানাচ্ছেন, নেত্রীকে কাছ থেকে দেখতে না পারায় মন মানছে না সেই কারণে এসে দাঁড়িয়েছেন হাসপাতালের সামনে।

গতকাল মঙ্গলবার খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) তাঁর নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে। দুপুরের পর থেকেই এসএসএফের সদস্যদের হাসপাতাল এলাকায় দায়িত্ব পালন করতে দেখা যায়।

বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার বিষয়ে পরিবারের সদস্য ও দলীয় নেতারা নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। নিরাপত্তা জোরদারের কারণে হাসপাতাল এলাকার আশপাশে সাধারণ মানুষের চলাচলেও সতর্কতা বজায় রাখা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন