- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। ঢাকা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনের গণভোটকে সামনে রেখে ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর বিষয়ে চিন্তা করছে নির্বাচন কমিশন (ইসি)। দু’টি ব্যালট একসঙ্গে দেওয়ার কারণে ভোট দিতে সময় বেশি লাগবে এমন ধারণার ভিত্তিতে সময় বাড়ানোর প্রস্তাব উঠেছে। আগামী রোববার অনুষ্ঠিতব্য ইসির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই বৈঠকে নির্বাচনের তফসিল ঘোষণার তারিখও নির্ধারিত হতে পারে বলে জানা গেছে।
অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে ঘোষণা করেছে যে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। গত শনিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে।
বর্তমানে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এবার এই সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর কথা ভাবছে ইসি। ফেব্রুয়ারির আবহাওয়া ও দিনের আলোর সময় বিবেচনায় রেখে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের প্রস্তাব আলোচনায় রয়েছে।
শীতকালে সকালবেলা ঘন কুয়াশার কারণে খুব আগে ভোট শুরু করা কঠিন এবং সন্ধ্যা নামার আগেই ভোটগ্রহণ শেষ করাও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এসব বিষয় মাথায় রেখে সময় বাড়ানোর যৌক্তিকতা বিচার করছে কমিশন।
ইসির সূত্র জানায়, সংসদ নির্বাচন ও গণভোট একই সঙ্গে পরিচালনা করলে ভোটারদের সময় বেশি লাগবে। এজন্য রাজধানীর একটি কেন্দ্রে মক ভোটিংয়ের আয়োজন করা হয়। সেখানে দেখা যায় বেশিরভাগ ভোটার গণভোটের ব্যালট ভালোভাবে পড়ে ভোট দিচ্ছেন, এতে গড়ে ভোট দিতে বেশি সময় লাগছে, সব ভোটকেন্দ্রে গোপন কক্ষ বাড়ানোর মতো অবকাঠামো নেই, নতুন ভোটকেন্দ্র বাড়ানোও গ্রামাঞ্চলে অবকাঠামোগত দিক থেকে কঠিন
ইসির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ৭ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। তফসিল ঘোষণার পর ভোটের তারিখের মধ্যে দুই মাস সময় রাখার আগের সিদ্ধান্ত অনুসারে ফেব্রুয়ারির ৫ থেকে ১২ তারিখের মধ্যে ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “ভোট গ্রহণের সময় বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে। রোববারের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। পাশাপাশি দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার পরিকল্পনাও রয়েছে।”
ভোটের দিন ভোটারদের চাপ নির্বিঘ্নে সামলাতে এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সময় বাড়ানো হবে কি না তার উত্তর মিলবে রোববারের বৈঠকের পরই।