Tuesday, January 13, 2026

খালেদা জিয়ার কবরে দোয়া ও শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে মানুষের ঢল


ছবিঃ জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবরে দোয়া ও শ্রদ্ধা। আজ বৃহস্পতিবার দুপুরে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে দোয়া ও শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে ভিড় করছেন বিএনপির নেতা–কর্মীসহ সর্বস্তরের মানুষ। আজ বৃহস্পতিবার দুপুরের পর থেকে একে একে মানুষ কবর জিয়ারত করে ফুল দিচ্ছেন এবং মোনাজাতে অংশ নিচ্ছেন।

দুপুর ১২টার পর জিয়া উদ্যানের প্রধান প্রবেশমুখ খুলে দেওয়া হয়। এর আগে সকাল থেকেই কবর জিয়ারত করতে আসা মানুষের উপস্থিতি বাড়তে থাকে। বেলা ১১টার দিকেই প্রবেশমুখের সামনে ভিড় জমে উঠলেও নিরাপত্তাজনিত কারণে তখন কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশি তৎপরতার মধ্যেই দুপুর ১২টার দিকে প্রবেশের অনুমতি দেওয়া হলে মানুষ উদ্যানে প্রবেশ করতে শুরু করে।

প্রবেশের পর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অনেকেই আবেগাপ্লুত হয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন। জিয়া উদ্যানে আসা মানুষের মধ্যে নারীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি ছিল।

সরেজমিনে দেখা যায়, শুধু রাজধানী নয়—দেশের বিভিন্ন জেলা থেকেও মানুষ এসেছেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নন, এমন অনেক সাধারণ মানুষও খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে কবর জিয়ারত করেন। মুন্সিগঞ্জ থেকে আসা ফাতেমা শারমিন বলেন, খালেদা জিয়ার প্রতি ব্যক্তিগত ভালোবাসা থেকেই তিনি এখানে এসেছেন। পাশাপাশি পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি জাহিরুল ইসলামসহ বিভিন্ন জেলার নেতারাও কবর জিয়ারত করেন।

সকালে জিয়া উদ্যানের প্রবেশমুখ ও আশপাশের সড়কে পুলিশের ব্যারিকেড ছিল। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানান, নিরাপত্তা নিশ্চিত করতেই নির্দিষ্ট সময়ের আগে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। বেলা ১১টার পর সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে জিয়া উদ্যানে তাঁর স্বামী, শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। জানাজায় দল-মত নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন