- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক | ঢাকা
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর আগ পর্যন্ত দেশের মানুষের পাশে ছিলেন। তিনি জাতিকে শিখিয়েছেন কীভাবে ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে যেতে হয়।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন না, তিনি পুরো জাতিকে জাগ্রত করেছেন। স্বৈরাচার ও স্বেচ্ছাচারী শাসনের মুখে কীভাবে দৃঢ় থাকতে হয়, জনগণের পাশে থেকে সংগ্রাম চালিয়ে যেতে হয়—সেটি তিনি নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন।
রিজভী অভিযোগ করেন, মিথ্যা মামলায় কারাবন্দি থাকা অবস্থায় খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল। তিনি বলেন, কারাগারে নেওয়ার সময় খালেদা জিয়া হেঁটে গিয়েছিলেন, অথচ বের হওয়ার সময় তাঁকে হুইলচেয়ারে করে বের হতে হয়েছে। এ থেকেই বোঝা যায়, তাঁর সঙ্গে কী ধরনের অমানবিক আচরণ করা হয়েছে। এমনকি খাবার নিয়েও নানা সন্দেহ ছিল বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, কারাগারে থাকার পুরো সময়জুড়ে খালেদা জিয়াকে নিয়মিত ও মানসম্মত চিকিৎসা নিতে দেওয়া হয়নি, যা তাঁর শারীরিক অবস্থার অবনতির জন্য অনেকাংশে দায়ী।
এদিন খালেদা জিয়ার কবর জিয়ারতে অংশ নেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতা–কর্মীরা। রিজভী বলেন, বেগম খালেদা জিয়া নিজ হাতে জাতীয়তাবাদী মহিলা দল গড়ে তুলেছিলেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন অনুসরণ করেই জাতীয়তাবাদী শক্তিগুলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হবে।
কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহাম্মেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।