- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | খাগড়াছড়ি:
পার্বত্য জেলা খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের ঘটনায় শুরু হওয়া বিক্ষোভ ও সহিংসতার প্রভাব এখনও কাটেনি। ধর্ষণের ঘটনায় জড়িত সব আসামির গ্রেপ্তার ও বিচারের দাবি সহ আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় জুম্ম–ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলমান। প্রশাসনও ১৪৪ ধারা জারি রেখে জনজীবন সীমিত করেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় খাগড়াছড়ি পৌর শহরে সড়কে মাত্র কিছু অটোরিকশা চলাচল করছিল। দোকানপাট বন্ধ, মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। একাধিক মানুষ একত্র হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী জানিয়েছেন, গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে এবং অবরোধের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল চালানো হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
গত মঙ্গলবার রাত ৯টায় প্রাইভেট পড়ার পথে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ওইদিন রাতে তাকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে উদ্ধার করা হয়। একজনকে আটক করে আদালত তাকে ছয় দিনের রিমান্ড দিয়েছেন। এই ঘটনায় প্রতিবাদে জুম্ম–ছাত্র জনতা শনিবার ভোর থেকে অবরোধ কর্মসূচি শুরু করে।