Monday, January 19, 2026

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ১২টি ভারতীয় গরু জব্দ


ছবিঃ খাগড়াছড়িতে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। খাগড়াছড়ি

খাগড়াছড়ি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ১২টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে জেলার দীঘিনালা উপজেলার তাইন্দং ইউনিয়নের কলাবাগান এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে ভারত থেকে গরু পাচারের প্রস্তুতির খবর পেয়ে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। বান্দরসিং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় নায়েব সুবেদার মোহাম্মদ নুরুল আবছারের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় টহল দলের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা গরুগুলো ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু জব্দ করেন। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, জব্দ করা গরুগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে চট্টগ্রামের সীতাকুণ্ড কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন