Monday, January 19, 2026

ভাইয়ের এসএসসি সনদ ব্যবহার করে তিন দশক পুলিশের চাকরি করার অভিযোগ


ছবিঃ এসআই আমিনুর রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ছোট ভাইয়ের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার সনদ ব্যবহার করে প্রায় ২৯ বছর ধরে বাংলাদেশ পুলিশে চাকরি করার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি আমিনুর রহমান ওরফে আমান, যিনি বর্তমানে ঢাকার উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, আমিনুর রহমানের প্রকৃত নাম মোস্তাফিজুর রহমান মোস্তফা। তার বাড়ি কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামে। শেখ আহাদুল হাসান নামে এক ব্যক্তি এপিবিএন হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপির কাছে লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি সামনে আসে। অভিযোগটি বর্তমানে এপিবিএন হেডকোয়ার্টার্সের একজন পুলিশ সুপার তদন্ত করছেন।

অনুসন্ধানে জানা গেছে, মোস্তাফিজুর রহমান ১৯৮৫ সালে কাশিয়ানীর গোপীমোহন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পরবর্তীতে ১৯৮৯ সালে তিনি তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বর্তমান বিজিবি)-এ সিপাহি পদে যোগ দেন। একই বছর তিনি সহপাঠী রওশন আরা বীথিকে বিয়ে করেন। তবে দাম্পত্য কলহের কারণে তার স্ত্রী বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে মোস্তাফিজুর রহমান চাকরি হারান বলে জানা গেছে।

চাকরি হারানোর পর কিছুদিন বাড়িতে অবস্থান করার সময় পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অভিযোগ অনুযায়ী, সে সময় নিজের বয়স বেশি হওয়ায় তিনি সরাসরি আবেদন করতে পারেননি। ফলে নিজের ছোট ভাই আমিনুর রহমান আমানের এসএসসি সনদ ব্যবহার করে পরিচয় গোপন রেখে ১৯৯৬ সালে বাংলাদেশ পুলিশে এএসআই পদে যোগ দেন। এরপর দীর্ঘ সময় ধরে তিনি একই পরিচয়ে পুলিশ বাহিনীতে চাকরি করে আসছেন।

এ বিষয়ে অভিযুক্ত এসআই আমিনুর রহমান ওরফে আমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে অভিযোগ সম্পর্কে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে এবং পুলিশ প্রশাসনের ভেতরেও ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন