- ১৪ অক্টোবর, ২০২৫
PNN রিপোর্ট | শিহাব মইন সৌরভ, খুলনা ডেস্ক:
আওয়ামী লীগপন্থী ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এবং তার স্ত্রী, সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি দুর্নীতির মামলা দায়ের করেছে।
দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলামের দায়ের করা এক মামলায় অভিযোগ করা হয়— তালুকদার আব্দুল খালেক এবং তার স্ত্রী হাবিবুন নাহার ক্ষমতার অপব্যবহার করে ১৫ কোটি ৫০ লাখ টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
অন্যদিকে, বাগেরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুন নাহারের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে জেলা দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মাদ আশিকুর রহমানের মাধ্যমে। ওই মামলায় বলা হয়, তিনি উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতির মাধ্যমে ১ কোটি ৬০ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন করেছেন।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের পর পর্যাপ্ত প্রমাণ পাওয়ার ভিত্তিতেই মামলা দুটি দায়ের করা হয়েছে। জনস্বার্থে দুর্নীতির বিরুদ্ধে এই পদক্ষেপ চলমান থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা