Tuesday, October 14, 2025

কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে অভিযান: ৭১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


ছবিঃ কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে ৭১ কেজি গাঁজা উদ্ধার(সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

ঢাকার কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে র‍্যাব ৭১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী এলাকায় অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ আল আমিন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। একইদিনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ ফারুক (৪৫) নামের আরেক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের জেলায় সরবরাহ করত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন