- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক, ঢাকা
রাজধানীর কারওয়ান বাজারে গত রাতে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উভয় প্রতিষ্ঠানের কর্মীরা আতঙ্কিত হয়েছেন এবং দৈনন্দিন সংবাদ প্রকাশ কার্যক্রম ব্যাহত হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই ঘটনাকে স্বাধীন গণমাধ্যমের ওপর আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন। প্রধান উপদেষ্টা উভয় প্রতিষ্ঠানের সম্পাদক প্রথম আলোর মতিউর রহমান ও দ্য ডেইলি স্টারের মাহফুজ আনামের সঙ্গে টেলিফোনে কথা বলে তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং জরুরি নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, “আপনাদের প্রতিষ্ঠান ও সাংবাদিকদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে।”
প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ এই হামলাকে দেশের গণমাধ্যম, বাকস্বাধীনতা ও গণতন্ত্রের জন্য এক কালো দিন হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “বাংলাদেশে স্বাধীন সংবাদপত্র ও সাংবাদিকদের ওপর একটি পরিকল্পিত হামলা চালানো হয়েছে। আমাদের সাংবাদিকেরা জীবন ঝুঁকিতে রেখে সংবাদ পরিবেশনের চেষ্টা করছিলেন। গত ২৭ বছরে প্রথম আলোর ইতিহাসে এ ধরনের ঘটনা প্রথমবার ঘটেছে।”
প্রথম আলো কর্মীরা শুক্রবার বিকেলে কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন। এতে প্রথম আলোর সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদকসহ সংবাদপত্রের সকল বিভাগের কর্মীরা অংশ নেন। এছাড়াও জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন।
সাজ্জাদ শরিফ আরও বলেন, “আমরা বিশ্বাস করি, এই হামলার লক্ষ্য আগামী নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং দেশের ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা। ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।”
প্রথম আলোর পক্ষ থেকে পাঠকদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে এবং জানান হয়েছে যে, হামলার কারণে শুক্রবার পত্রিকাটি প্রকাশ করা যায়নি। তবে অনলাইন সংস্করণ বিকেল থেকে পুনরায় কার্যক্রম শুরু করেছে।