Monday, January 19, 2026

শহিদ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান আজ সন্ধ্যায় ঢাকায় অবতরণ করবে


ছবিঃ শহিদ ওসমান হাদি (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এ তথ্য ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজ থেকে প্রকাশিত এক পোস্টে জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, "শহিদ ওসমান হাদীকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৬ টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।"

পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, "আমাদের জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে গ্রহণ করতে আমরা সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুইপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করবো।"

শহিদ ওসমান হাদির মরদেহ বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হবে, যেখানে সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন