- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বন্ধুর ছুরিকাঘাতে সুমন কস্তা (৪৫) নামে এক বাবুর্চি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সুমন কস্তা ওই এলাকার বাসিন্দা এবং মৃত সুকণ্ঠ কস্তার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাবুর্চির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত হিসেবে সুমনের বন্ধু নন্দন ডি কস্তা (৪৬)–কে শনাক্ত করা হয়েছে। তিনি একই এলাকার গিলবার্ট ডি কস্তার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সুমন কস্তা তার বন্ধু নন্দন ডি কস্তার বাড়িতে যান। সেখানে দুজন একসঙ্গে মদ্যপান করেন। একপর্যায়ে তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। উত্তেজনার একপর্যায়ে নন্দন ডি কস্তা ধারালো অস্ত্র দিয়ে সুমনের বুকে, গলায় ও মুখে একাধিকবার আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর অভিযুক্ত নন্দন ডি কস্তা নিহতের মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। পরে বিকেল আনুমানিক ৪টার দিকে স্থানীয়রা পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক তদন্তে নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।