- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কুমিল্লা
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় রেললাইনে ট্রেনে কাটা পড়ে হারুন (৫০) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল প্রায় সাড়ে ৯টার দিকে উপজেলার বিজয়পুর উত্তর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হারুন নোয়াখালীর চরগ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে তিনি কয়েকদিন আগে কুমিল্লার বিজয়পুর বাজার এলাকায় আসেন। সকালে রেললাইন পারাপারের সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে লাকসাম রেলওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে। লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, বিজয়পুর বাজার এলাকায় একজন দিনমজুর ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। বিষয়টি যাচাই করতে কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। নিহতের মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্তের কাজ চলছে।