Tuesday, October 21, 2025

জুলাইয়ের চেতনার ধান্দাবাজি-চাঁদাবাজি দেশকে সংকটের মুখে ফেলেছে: নুরুল হক


ফাইল ছবিঃ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক অভিযোগ করেছেন, 'জুলাইয়ের চেতনার' নামে চলমান ধান্দাবাজি ও চাঁদাবাজির কারণে দেশ আরেকটি সংকটের মুখে পড়েছে। তিনি বলেন, এই পরিস্থিতি থেকে দেশের সহজ উত্তরণের কোনো পথ নেই। একই সঙ্গে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

আজ রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুরুল হক বলেন, "এক বছরে জুলাইয়ের চেতনার নামে ভাগ-বাঁটোয়ারা আর ধান্দাবাজি-চাঁদাবাজি দেশটাকে আরেকটা সংকটের মুখে ফেলেছে। জানি না, এ থেকে সহজ উত্তরণের কোনো পথ আছে কি না? আফসোস হয়, রাষ্ট্র পুনর্গঠনের এত বড় সুযোগ পেয়েও কিছু করা গেল না।"

পোস্টে তিনি আরও লেখেন, "আমি চাই এই তথাকথিত ভণ্ড চেতনাবাজ ও নব্য লুটেরাদের বিরুদ্ধে একটা গণতদন্ত কমিশন হোক। এদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।"

নুরুল হকের এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে, তিনি কাউকে নাম উল্লেখ না করলেও এর মাধ্যমে দেশকে দুর্বল ও সংকটে ফেলা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন