- ১৩ অক্টোবর, ২০২৫
বহুল আলোচিত ‘জুলাই সনদ’-এর খসড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং এটি আগামী সোমবারের মধ্যে দেশের সব রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান জাতীয় সংলাপের ১৯তম দিনের সূচনা বক্তব্যে এই ঘোষণা দেন তিনি। এদিন সংলাপের আলোচ্য বিষয় ছিল—রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ এবং পুলিশ কমিশন গঠনের প্রস্তাব।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, “জুলাই সনদের খসড়া নিয়ে সংলাপে বিস্তারিত আলোচনা হবে না। যদি বড় ধরনের মৌলিক আপত্তি আসে, তাহলে তা বিবেচনায় নিয়ে আলোচনা করা হতে পারে। রাজনৈতিক দলগুলো থেকে মতামত পাওয়া গেলে, তা খসড়ায় সন্নিবেশিত করে প্রাথমিক সনদের অংশ হিসেবে পটভূমি ও প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করা হবে।”
তিনি আরও জানান, ৩১ জুলাইয়ের মধ্যে সংলাপের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ১০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য সৃষ্টি হয়েছে। ৭টি বিষয়ে আলোচনা এখনও অসমাপ্ত, আর ৩টি বিষয়ে এখনো আলোচনা শুরু হয়নি।
সংলাপের সঞ্চালনায় ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ড. আইয়ুব মিয়া এবং রাজনৈতিক বিশ্লেষক সফর রাজ হোসেন।
সংশ্লিষ্টরা জানান, খসড়া চূড়ান্ত করার এই প্রক্রিয়া জাতীয় সনদ প্রণয়নের এক গুরুত্বপূর্ণ ধাপ। শেষ পর্যায়ে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে একটি সমন্বিত ও গ্রহণযোগ্য জাতীয় সনদ তৈরি করা হবে, যা আগামী অন্তর্বর্তী ও স্থায়ী সরকারের রাষ্ট্র পরিচালনার রূপরেখা হিসেবে কাজ করবে।
আশা করা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহযোগিতার মধ্য দিয়ে সনদ প্রক্রিয়ার এই ঐতিহাসিক উদ্যোগ সফল পরিণতি লাভ করবে।