- ২১ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাম কয়েকটি দল জুলাই সনদে স্বাক্ষর না করলেও তাদের সামনে এখনো সই করার সুযোগ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই দলগুলো ভবিষ্যতে সনদে সই করবে এবং এতে আসন্ন নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। তিনি সেখানে যান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমার জানা মতে এনসিপি ও তিন-চারটি বাম দল স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি। আমি বলব না যে তারা সই করেনি, কারণ এখনো সই করার সুযোগ আছে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে তারা এতে অংশ নেবে, এতে নির্বাচনী প্রক্রিয়ায় কোনো বড় প্রভাব পড়বে না।”
তিনি আরও বলেন, রাজনৈতিক মতভেদ থাকা স্বাভাবিক, তবে গণতন্ত্রে সহনশীলতা অপরিহার্য। “কিছু দাবিদাওয়া বা মতপার্থক্য থাকতেই পারে, তা আলোচনার মাধ্যমেই সমাধান হবে। আমি বিশ্বাস করি, তারা শেষ পর্যন্ত জুলাই সনদে যুক্ত হবে।”
গতকাল শুক্রবার জুলাই সনদ স্বাক্ষরের আগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের সংঘর্ষের প্রসঙ্গেও তিনি কথা বলেন। সালাহউদ্দিন বলেন, “জুলাই যোদ্ধা সংগঠনটি আমাদের এবং ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করেছে। কমিশন তাদের প্রস্তাব অনুযায়ী কিছু সংশোধন করেছে। তাই পরবর্তীতে যে সংঘর্ষ ঘটেছে, সেটি পরিকল্পিত বিশৃঙ্খলা বলে মনে হচ্ছে।”
তিনি অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতায় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি এই সংঘর্ষ উসকে দিয়েছে। প্রকৃত জুলাই যোদ্ধারা এই ঘটনার সঙ্গে জড়িত নয়।”
উল্লেখ্য, শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান। বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট সনদে সই করে। তবে এনসিপি ও চারটি বাম দল—সিপিবি, বাসদ, বাসদ (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ জাসদ—অনুষ্ঠানে অংশ নেয়নি ও সনদে সই করেনি। গণফোরাম উপস্থিত থাকলেও সই করেনি, যদিও দলগুলো চাইলে পরবর্তীতে সই করতে পারবে বলে জানিয়েছে কমিশন।