Tuesday, October 21, 2025

জুলাই সনদকে ‘কেবল আনুষ্ঠানিকতা’ বললেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম


ছবিঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই সনদ স্বাক্ষরকে কেবল আনুষ্ঠানিকতা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, "এটি যদি আইনি ভিত্তি না পায়, তাহলে এর কোনো মূল্য, অর্থ কিছুই থাকবে না।" তিনি আরও বলেন, "এই আনুষ্ঠানিকতায় আমরা অংশ নিইনি এবং যদি এর আইনি ভিত্তি তৈরি না হয়, তাহলে এটি একটি গণপ্রতারণা এবং জাতির সঙ্গে প্রহসন হবে।"

আজ শনিবার দুপুরে রাজধানীর বাংলামোটরের এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব মন্তব্য করেন। এ সময় দলের সদস্যসচিব আখতার হোসেনসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম ৯০-এর গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক সমঝোতা রক্ষা না হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, "সংবিধান পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আইনি ভিত্তি প্রয়োজন।" তিনি অভিযোগ করেন যে, কিছু রাজনৈতিক দল ফ্যাসিস্ট কাঠামো টিকিয়ে রাখতে আপস করেছে।

এনসিপির নেতা আরও বলেন, "জাতীয় নাগরিক পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দলের এবং ছাত্র-জনতার চাপেই সরকার এই ঐকমত্য কমিশন গঠন করেছে এবং জুলাই সনদে আলোচনা চলছে।" তিনি বলেন, ৯০-এর গণ-অভ্যুত্থানে যেভাবে প্রতারণা করা হয়েছিল, এবার তেমনটি হতে দেবেন না।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, "যতক্ষণ না জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হয়, ততক্ষণ আমরা এই প্রক্রিয়াকে একেবারে আনুষ্ঠানিকতা মনে করি।"

তিনি বলেন, "প্রফেসর মুহাম্মদ ইউনূস (প্রধান উপদেষ্টা) যদি আদেশ জারি করে সনদের আইনি ভিত্তি তৈরি করেন, তাহলে এটি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে।"

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন জানান, তাদের দল জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার দাবিতে রাজপথে কর্মসূচি পালন করছে। তিনি আরও বলেন, "যদিও শুরুতে অনেক রাজনৈতিক দল জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আগ্রহী ছিল না, তবে বর্তমানে আমরা এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি।"

এদিকে, গতকাল জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে 'জুলাই যোদ্ধাদের' সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এনসিপি এই ঘটনার বিচার দাবি করেছে এবং জানিয়েছেন, সনদে সই না করা দলগুলো পরে সনদে সই করতে পারবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন