Tuesday, October 14, 2025

জুলাই সনদে অবদান স্বীকৃতির দাবি অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের


ছবিঃ জুলাই সনদ (সংগৃহীত)

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক কর্মসূচি থেকে নিজেদের ভূমিকার স্বীকৃতি এবং ‘জুলাই সনদ’-এ অবদান অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা।

মঙ্গলবার রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে ‘জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ’ আয়োজিত ‘সশস্ত্র বাহিনীর সকল পদবির অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ-ছাত্রজনতার ঐক্য সমাবেশ ও শোভাযাত্রা’ শীর্ষক এই অনুষ্ঠানে তারা এ দাবি জানান। সমাবেশ শেষে রাওয়া থেকে শুরু হয়ে জাহাঙ্গীর গেট ঘুরে পুনরায় রাওয়া কনভেনশন সেন্টারে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন পর্যায়ের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা।
অবসরপ্রাপ্ত সার্জেন্ট আহসান হাকিম বলেন, "আমরাও গণ-অভ্যুত্থানের অংশ ছিলাম। তাই আমাদের নাম ও অবদান জুলাই সনদে থাকা উচিত। পাশাপাশি, অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য সরকারি সুযোগ-সুবিধাও বাড়ানো হোক।"

অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবুল মনসুর বলেন, "জুলাই অভ্যুত্থান ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। আমাদের অবদান সেখানে চিহ্নিত হওয়া দরকার।"

অবসরপ্রাপ্ত মেজর জামিল ডি আহসান বলেন, "স্বাধীনতার পর দেশের গণতন্ত্র বিপন্ন ছিল, ৫ আগস্ট তা পুনরুদ্ধার করা হয়েছে। এটি একটি ঐতিহাসিক দিন। আমরা অতীতেও দেশের জন্য ছিলাম, এখনও আছি।"

অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামান বলেন, "দেশের সম্ভাব্য শত্রুদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তবে অংশীদারত্ব নিয়ে অতিরিক্ত দাবি করা উচিত নয়।"

অবসরপ্রাপ্ত কর্নেল মো. আহসানউল্লাহ বলেন, "অন্তর্বর্তীকালীন সরকার নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দেশকে এগিয়ে নিচ্ছে। সংকট মোকাবিলায় ঐক্য দরকার।"

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শরীফ মো. এ হুসাইন।
সমাবেশে আরও বক্তব্য দেন অবসরপ্রাপ্ত কর্নেল মনীশ দেওয়ান, লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন, মেজর জেনারেল ফজলে এলাহী আকবর, লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করীম এবং ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান প্রমুখ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন