- ২৫ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা
বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করেছেন, বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদের আইনি ভিত্তি দিতে বাধা সৃষ্টি করছে। তিনি এসব দলকে গণতন্ত্রের পথে থাকার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আসুন, একসঙ্গে আমরা একটি নতুন রাষ্ট্র নির্মাণ করব—একটি নতুন সংসদ গঠন করব, যেখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামের অস্তিত্ব আর থাকবে না।”
শনিবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিএম ভবনে সুফিবাদী প্ল্যাটফর্ম ‘মাকাম’ আয়োজিত “মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা” শীর্ষক জাতীয় সংলাপে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি নিয়ে আজ এনসিপির একটি প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনে গেছে। তাদের মূল দাবি হলো—জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়া এবং তা বাস্তবায়নে একটি অধ্যাদেশ জারি করা।”
তিনি আরও বলেন, “জুলাই সনদে যেন শেখ হাসিনার সহযোগীরা স্বাক্ষর না করেন, সেই বিষয়ে জনমত গড়ে তুলতে হবে। এই সনদে অধ্যাপক ইউনূসের স্বাক্ষর থাকা অপরিহার্য।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, “জনতার রক্তের ওপর দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই একটু ঝুঁকি নিয়ে হলেও জুলাই সনদের অধ্যাদেশ জনগণের সামনে উপস্থাপন করা উচিত।”
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, “আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে আসা দরকার। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব। কিন্তু যদি জুলাই সনদের বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়, তাহলে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে এবং বাংলাদেশ নতুন সংকটে পড়বে।”
এ সময় নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “বর্তমান আলেম-ওলামা প্রজন্মের অনেকেই এখন রাজনীতি, অর্থনীতি ও ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছেন—তারা একটি মিলনমেলার জায়গায় পৌঁছাতে চাইছেন। মাঠে ভাঙচুর, মারামারি বা সহিংস রাজনীতি বাংলাদেশে আর হবে না।”
তিনি আরও প্রস্তাব দেন, “মাজার ও খানকা বিষয়ক একটি কমিশন গঠন করা দরকার, যা ধর্মীয় ও সামাজিক সমস্যাগুলোর সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে।”