- ২৫ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | মোংলা
বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে বঙ্গোপসাগর থেকে এফবি এনি নামে একটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বুধবার (২৩ অক্টোবর) বিকালে মোংলা সমুদ্র বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর এলাকা থেকে ট্রলারটি আটক করা হয়। বৃহস্পতিবার বিকালে জব্দ করা ট্রলার ও আটক জেলেদের মোংলার ফেরিঘাটে নিয়ে আসা হয়। পরে নৌবাহিনীর পক্ষ থেকে ট্রলার ও জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়।
আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকায়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, “ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকায় টহলরত নৌবাহিনী এফবি এনি নামে একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে। ট্রলারটিতে নয়জন ভারতীয় জেলে ছিলেন। তারা বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরছিলেন। এ ঘটনায় সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।”
তিনি আরও জানান, শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে আটক জেলেদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, “আটক ট্রলারটিতে প্রায় দেড় মেট্রিক টন টুনা মাছ পাওয়া গেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী মাছগুলো জব্দ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বেড়ে যাওয়ায় টহল জোরদার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড।