- ১৩ অক্টোবর, ২০২৫
জুলাই সনদ বাস্তবায়ন ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে এবি পার্টি। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, কয়েকটি রাজনৈতিক দলের জেদ ও ভুল সিদ্ধান্তের কারণে জুলাই সনদ কার্যকর হওয়া এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধাগ্রস্ত হতে পারে।
রোববার সন্ধ্যায় রাজধানীতে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নির্বাহী কাউন্সিলের (এনইসি) বিশেষ সভায় তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান নিজেই।
মঞ্জু বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল জাতীয় ঐক্য। কিন্তু পারস্পরিক বিরোধ আর কাদা–ছোড়াছুড়িতে সেই ঐক্য নষ্ট হচ্ছে। রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ ভেঙে যাচ্ছে, যা জুলাই গণ–অভ্যুত্থানের লক্ষ্যকে প্রশ্নবিদ্ধ করছে।”
তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেন, জাতীয় ঐক্য টিকিয়ে রাখা এবং রাজনৈতিক অনিশ্চয়তা দূর করার জন্য এখনই শক্ত পদক্ষেপ নিতে হবে।
এবি পার্টি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে। মঞ্জু বলেন, “জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হওয়া উচিত। কোনো প্রক্রিয়াই যেন ফেব্রুয়ারির নির্বাচনে বিঘ্ন না ঘটায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রসঙ্গও উঠে আসে। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাব মিনার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেম, গোলাম ফারুক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহমেদসহ নির্বাহী পরিষদের অন্যান্য নেতারা।