Tuesday, October 14, 2025

জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনায় ঐকমত্য কমিশন


ছবিঃ রাজনৈতিক দলগুলোর আলোচনা (সংগৃহীত)

জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদের বাধ্যবাধকতা নিশ্চিতকরণ ও বাস্তবায়নের পথ নির্ধারণে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে। শুক্রবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের পক্ষ থেকে এ ঘোষণা দেন অধ্যাপক আলী রীয়াজ।

তিনি জানান, ইতোমধ্যে দুই দফা আলোচনায় গুরুত্বপূর্ণ প্রস্তাব ও সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে উঠেছে। প্রথম পর্বে ১৬৫টি প্রস্তাবের মধ্যে ৬২টিতে একমত হয়েছে দলগুলো, যার কিছু সরকার ইতিমধ্যে বাস্তবায়ন করেছে। দ্বিতীয় পর্বে ২০টি সাংবিধানিক ইস্যুর মধ্যে ১১টিতে সর্বদলীয় ঐকমত্য এবং বাকি ৯টিতে অধিকাংশ দলের সমর্থন পাওয়া গেছে, যদিও কিছু দল ভিন্নমত পোষণ করেছে।

আলী রীয়াজ বলেন, আসন্ন আলোচনায় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিশেষজ্ঞদের মতামতও গ্রহণ করা হবে, যাতে স্বল্প সময়ের মধ্যে একটি কার্যকর সিদ্ধান্তে পৌঁছানো যায়। প্রথম পর্যায়ে বিরূপ মনোভাবের কারণে ২৫টি বিষয়ের আলোচনা হয়নি, তবে নতুন আলোচনায় সেসব বিষয়ও পুনর্বিবেচনা করা হতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন