- ১৩ অক্টোবর, ২০২৫
দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো উৎপাদনে ফিরতে যাচ্ছে বেক্সিমকো টেক্সটাইলস লিমিটেড। শ্রম মন্ত্রণালয়ের সমন্বয়ে জাপানি প্রতিষ্ঠান রিভাইভাল প্রজেক্ট লিমিটেড, জনতা ব্যাংক ও বেক্সিমকো গ্রুপের মধ্যে ত্রিপক্ষীয় লিজ চুক্তির মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের নীতিগত সহায়তায় এ প্রকল্প চালু হলে প্রায় ২৫ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
চুক্তির শর্ত অনুযায়ী, রিভাইভাল প্রজেক্ট বিদেশি ব্যাংক থেকে ২ কোটি ডলারের ব্যাক-টু-ব্যাক এলসির ব্যবস্থা করবে, যা বৈশ্বিক ব্র্যান্ড ইনডিটেক্স-এর ক্রয়াদেশ পূরণে মূলধন হিসেবে ব্যবহৃত হবে। উৎপাদন থেকে অর্জিত মুনাফার একটি অংশ সার্ভিস চার্জ হিসেবে রিভাইভাল পাবে, বাকিটা খেলাপি ঋণ পরিশোধে ব্যয় হবে।
জনতা ব্যাংক ও অন্যান্য ঋণদাতা প্রতিষ্ঠান প্রায় ৩৫ হাজার কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করবে, যার মধ্যে জনতা ব্যাংকের ঋণই প্রায় ২৩ হাজার কোটি টাকা। তবে সরকার নতুন কোনো ঋণ দেবে না, বরং নীতিগত ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করবে।
শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান জানিয়েছেন, বিনিয়োগ, কর্মসংস্থান ও রপ্তানি আয় রক্ষায় কারখানা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেক্সিমকো’র ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী আশা প্রকাশ করেছেন, আগস্টের মধ্যেই চুক্তি সই হলে আগামী বছরের মধ্যে উৎপাদন স্বাভাবিক হয়ে যাবে।
রিভাইভাল প্রজেক্ট স্বচ্ছতা নিশ্চিত করতে আন্তর্জাতিক নিরীক্ষক নিয়োগের পরিকল্পনা করেছে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে ২-৩ বছরের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে।