Tuesday, October 14, 2025

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজধানীতে সাত দলের বিক্ষোভ


ছবিঃ বৃহস্পতিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাব ও বিজয়নগর এলাকায় সাত দলের এই বিক্ষোভ ও সমাবেশ হয়। জাতীয় প্রেসক্লাবের সামনে খেলাফত মজলিসের সমাবেশ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

রাজধানীতে বৃহস্পতিবার একযোগে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সাতটি রাজনৈতিক দল। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে এর আলোকে জাতীয় নির্বাচন আয়োজন এবং সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর দাবিতে তারা সমাবেশ ও মিছিল করে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাব ও বিজয়নগর এলাকায় পৃথকভাবে আয়োজিত এসব কর্মসূচিতে অংশ নেয় সাতটি দল—জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও খেলাফত আন্দোলন।

সমাবেশগুলোতে বক্তারা বলেন, জুলাই সনদ কার্যকর না হলে নির্বাচন অর্থহীন হয়ে পড়বে এবং বিদ্যমান কাঠামোর মধ্যে ভোট আয়োজন ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঘটাবে। তাঁরা আরও দাবি জানান—আসন্ন নির্বাচনের আগে রাষ্ট্রকাঠামো সংস্কার, ফ্যাসিবাদের বিচার, জাপাসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ এবং প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ।

জামায়াত ও ইসলামী আন্দোলন উভয়েই পিআর পদ্ধতি নিয়ে গণভোট আয়োজনের দাবি জানায়। তাঁদের যুক্তি, জনগণ যদি এই পদ্ধতিকে সমর্থন করে তবে সরকার বাধ্য থাকবে তা গ্রহণে, আর জনগণ না চাইলে তারা এই দাবি থেকে সরে আসবে।

দিনভর চলা এসব কর্মসূচির কারণে বায়তুল মোকাররম এলাকা, প্রেসক্লাব সড়ক ও আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার দেশের সব মহানগরে এবং আগামী ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলায় একই দাবিতে বিক্ষোভ সমাবেশ হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন