Tuesday, October 14, 2025

হাজারীবাগে ঝটিকা মিছিলের প্রস্তুতি: নিষিদ্ধ আওয়ামী লীগ ১১ কর্মী গ্রেপ্তার


ছবিঃ রাজধানীর হাজারীবাগে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

রাজধানীর হাজারীবাগে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সিকদার পেট্রলপাম্পসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রচার চালানোর উদ্দেশ্যে ১০০–১৫০ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মী সেখানে সমবেত হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় আওয়ামী লীগের স্লোগানসংবলিত ব্যানারসহ ১১ জনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন লালবাগ, চকবাজার, হাজারীবাগ, কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জ থেকে আসা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের কর্মী।

হাজারীবাগ থানায় এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযানে কঠোর অবস্থানে থাকবে তারা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন