Tuesday, October 14, 2025

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতির দাবিতে টঙ্গীতে জামায়াতের গণমিছিল


ছবিঃ জামায়াতের ৫দফা দাবিতে টঙ্গীতে গণমিছিল (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

জুলাই সনদের আইনি স্বীকৃতি ও প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী টঙ্গীতে এক বিশাল গণমিছিল আয়োজন করেছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর শালিকচূড়া এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া, মহানগর আমির অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমির খায়রুল হাসান, মো. হোসেন আলী, সালাহ উদ্দিন আইয়ুবী, মহানগর সেক্রেটারি আ স ম ফারুক, আফজাল হোসাইনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিলে বক্তারা বলেন, জুলাই সনদে নির্ধারিত রাজনৈতিক সংস্কার ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা ছাড়া দেশে স্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে না। তারা দাবি করেন, “পিআর পদ্ধতিতে নির্বাচনই জনগণের প্রকৃত মতামত প্রতিফলনের একমাত্র উপায়।”

এদিন জামায়াতে ইসলামী গাজীপুর-৬ আসনে আনুষ্ঠানিকভাবে ড. হাফিজুর রহমানকে প্রার্থী হিসেবে ঘোষণা করে। প্রার্থী ঘোষণার পর এ মিছিলকে দলীয় প্রার্থীর শক্তি প্রদর্শনের শোডাউন হিসেবেও দেখা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন