Tuesday, October 14, 2025

জুলাই শহীদ পরিবারের সঙ্গে চট্টগ্রামে এনসিপির সৌজন্য সাক্ষাৎ, রাজনৈতিক বাধার অভিযোগ নাহিদ ইসলামের


ছবিঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। (সংগৃহীত)

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকার মোটেল সৈকতে শহীদ পরিবারের খোঁজখবর নিতে গিয়ে এক আবেগঘন পরিবেশে বক্তব্য দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “আমরা এখন অনেক ডিফিকাল্টির মধ্যে আছি। আপনারা দেখেছেন গোপালগঞ্জে আমাদের সঙ্গে কী ধরনের আচরণ হয়েছে। বিভিন্ন এলাকায় বাধা দেওয়া হচ্ছে, কর্মসূচি ভাঙচুর করা হচ্ছে। আমরা কোনো সংঘাতে যেতে চাই না, বরং আপনাদের দোয়া চাই, কারণ সেটাই আমাদের জন্য সবচেয়ে মূল্যবান।”

তিনি আরও বলেন, “যখন আমরা সরকারে ছিলাম, বা আমাদের সমর্থিত কেউ সরকারে ছিলেন, তখন শহীদ পরিবারের জন্য কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনের ভেতরে থাকা স্বৈরাচারপন্থী চক্র বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে শহীদ পরিবারদের ন্যায্য সম্মান নিশ্চিত করা যায়নি।”

নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, “আমরা কোনো রাজনৈতিক পরিচয়ে আসিনি। আপনাদের পরিবারের সদস্যরা দেশের জন্য শহীদ হয়েছেন, আমাদের সঙ্গে ছিলেন। এ সম্পর্ক রাজনৈতিক নয়, আত্মার সম্পর্ক। শহীদদের কোনো দল হয় না, তাঁরা দেশের জন্য জীবন দিয়েছেন, সবার জন্য।”

এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফসহ আরও অনেকে।

প্রসঙ্গত, ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে এনসিপি। এর অংশ হিসেবে গতকাল কক্সবাজার থেকে পদযাত্রা শুরু করে চকরিয়ায় পৌঁছানোর কথা থাকলেও সেখানে মঞ্চ ভাঙচুরের কারণে সভা স্থগিত হয়। পরে দলের নেতা-কর্মীরা বান্দরবানে কর্মসূচি পালন করে চট্টগ্রামে আসেন।

আজ রোববার শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের পর তারা রাঙামাটির উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে সন্ধ্যায় আবার চট্টগ্রাম শহরে ফিরে একটি কর্মসূচি পালনের কথা রয়েছে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দেশের প্রতিটি অঞ্চলে পদযাত্রা চালিয়ে যাবে এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন