Tuesday, October 14, 2025

জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে এনসিপির হুঁশিয়ারি, জাতীয় শহীদ মিনারে কর্মসূচির ঘোষণা


ছবিঃ পথসভায় বক্তব্য দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মানিকগঞ্জ শহরের ভাষাশহীদ রফিক চত্বরে (সংগৃহীত)

ঢাকা, ১৮ জুলাই ২০২৫: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার ঘটনার পর দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে প্রতিবাদ সভা ও পদযাত্রা করছে দলটি। শুক্রবার মুন্সীগঞ্জ ও তার আগের দিন বৃহস্পতিবার মানিকগঞ্জে অনুষ্ঠিত পথসভায় এনসিপির শীর্ষ নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং নতুন রাষ্ট্র বিনির্মাণে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

মানিকগঞ্জে হুঁশিয়ারি:
বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের ভাষাশহীদ রফিক চত্বরে আয়োজিত পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, "গোপালগঞ্জে যারা আক্রমণ করেছে, তারা জানে না এই আক্রমণ আমাদের আরও দ্বিগুণ শক্তিশালী করেছে। ফরিদপুর, রাজবাড়ী এবং এবার মানিকগঞ্জে আমরা তার প্রমাণ দিয়েছি।" তিনি বলেন, আওয়ামী লীগ যদি আবার মাথা তুলতে চায়, বিপ্লবী ছাত্র-জনতা তাদের পরাস্ত করবে। গোপালগঞ্জের প্রতিটি গ্রামে প্রোগ্রামের ঘোষণা দিয়ে তিনি সরকারের নিরপেক্ষ ভূমিকার অভাবের সমালোচনা করেন।

নাহিদ আরও বলেন, "গণ-অভ্যুত্থানের পর আমরা নতুন ব্যবস্থার কথা বলেছিলাম। কিন্তু সবাই সে লক্ষ্যে ঐক্যবদ্ধ ছিল না। অনেকেই চেয়েছে পুরোনো কাঠামোতে ক্ষমতায় ফিরে যেতে।" তাই বাধ্য হয়েই তারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে বলেও জানান তিনি।

তিনি নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরে বলেন, "এই রাষ্ট্রে আর কোনো একক ক্ষমতা থাকবে না। সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করতে হবে। এতে ক্ষমতার ভারসাম্য ও বিকেন্দ্রীকরণ নিশ্চিত হবে।"

মুন্সীগঞ্জে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক:
শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জে 'জুলাই পদযাত্রা' কর্মসূচিতে নাহিদ ইসলাম বলেন, "গোপালগঞ্জে হামলা হয়েছে, কিন্তু আরও দশটি জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে মুন্সীগঞ্জবাসীকে পাশে চাই।" তিনি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিও জানান।

পদযাত্রায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, "গোপালগঞ্জের সশস্ত্র সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।"

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, "দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে।" তিনি আরও বলেন, "নেতানির্ভর নয়, নীতিনির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে।"

নতুন রাষ্ট্রের রূপরেখা ও নির্বাচন বিষয়ে অবস্থান:
নাহিদ ইসলাম বলেন, "আমরা বলছি না যে গণ-অভ্যুত্থানের পরে সঙ্গে সঙ্গে নির্বাচন দিতে হবে। কিন্তু আগে বিচার ও সংস্কার প্রয়োজন। একটি ইনসাফভিত্তিক, চাঁদাবাজমুক্ত রাষ্ট্র গঠন করতে হবে।" তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ শুধু ইসলামের অনুসারীদেরই নয়, হিন্দু সম্প্রদায়ের সম্পদও দখল করেছে।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, "আমরা যখন মৌলিক সংস্কারের কথা বলি, তখন কেউ কেউ মুখ ফিরিয়ে নেয়। আমরা গণতন্ত্র রক্ষায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ চাই, কিন্তু একপক্ষ সব সময় বাঁক ঘুরিয়ে ফেলে।"

শহীদ মিনারে কর্মসূচির ঘোষণা:
পথসভায় দক্ষিণাঞ্চল সংগঠক হাসনাত আবদুল্লাহ ঘোষণা দেন, "আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে জমায়েত হয়ে আমরা জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়ব।"

মানিকগঞ্জের পথসভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির প্রধান সমন্বয়ক জাহিদুর রহমান তালুকদার এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অনিক রায়। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, এনসিপি জুলাই মাসজুড়ে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' নামে কর্মসূচি পালন করছে, যার অংশ হিসেবে গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলটি নতুন রাজনৈতিক কাঠামো ও নির্বাচন ব্যবস্থার সংস্কারের দাবি জানিয়ে আসছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন