- ১৪ অক্টোবর, ২০২৫
ঢাকা, ১৮ জুলাই ২০২৫: আগামীকাল শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিতে রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে দুটি বিশেষ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানিয়েছেন, ট্রেন দুটি জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়ম অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়েছে। ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা আগাম পরিশোধের শর্তে অনুমোদন দেওয়া হয়। ট্রেন দুটির নির্ধারিত ছুটির দিন হওয়ায় চলাচলে কোনো সমস্যা হবে না।
রাজশাহী-ঢাকা রুটে নির্ধারিত স্পেশাল ট্রেনটি শনিবার রাত ১টায় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে এবং সমাবেশ শেষে রাত ৮টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ফিরবে। ট্রেনটিতে ১৪টি কোচ থাকবে, যার মধ্যে ২৪টি এসি বার্থ ও বাকিগুলো শোভন চেয়ার। যাত্রাপথে এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহ রোড স্টেশনে যাত্রা বিরতি দেবে।
এছাড়া সিরাজগঞ্জ বাজার-ঢাকা-সিরাজগঞ্জ রুটেও আরেকটি স্পেশাল ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে, যা একইভাবে আগাম ভাড়া পরিশোধের ভিত্তিতে চলবে।
রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শাহাদাৎ হোসাইন জানিয়েছেন, সমাবেশে অংশ নিতে রাজশাহী থেকে ৭০টি বাস ও একটি ট্রেন রিজার্ভ করা হয়েছে। অংশগ্রহণ করবে প্রায় ২৫ থেকে ৩০ হাজার নেতাকর্মী।