Friday, December 5, 2025

জুলাই জাতীয় সনদে কোনো ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না: নাহিদ ইসলাম


ছবিঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দিতে হবে। তিনি আরও জানান, জুলাই জাতীয় সনদে কোনো ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) থাকবে না।

শুক্রবার দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাহিদ ইসলাম এই মন্তব্য করেন। অনুষ্ঠানটি ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ উপলক্ষে অনুষ্ঠিত হয় এবং সেখানে ইউটিএফের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়।

নাহিদ ইসলাম বলেন, “যা ঐকমত্য হয়েছে, তার বাকিটা ঠিক করবে জনগণ। জনগণ যদি বলে, সেগুলো বাস্তবায়িত হবে। খুব দ্রুত সময়ে জুলাই সনদের আইনি ভিত্তির মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের দিকে এগোবার আশা রাখি।”

তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের সব অংশীদারকে আগামী সংসদে থাকা উচিত। আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করবে। নাহিদ ইসলাম বলেন, “নতুন সংবিধানের জন্য সংসদে শিক্ষক, তরুণ, নারী, আলেম, সংখ্যালঘু ও সমাজের নানা পেশাজীবী সবাইকে অংশগ্রহণ করতে হবে। এনসিপি তা নিশ্চিত করার চেষ্টা করবে।”

ইউটিএফ-এর আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সিরাজুল ইসলাম। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক শামীম হামিদী। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বক্তব্য দেন এবং ইউটিএফ-এর ঘোষণাপত্র পাঠ করা হয়।

নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, জুলাই সনদ দ্রুত বাস্তবায়িত হবে এবং দেশের গণ-অভ্যুত্থানকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন