Friday, December 5, 2025

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই, নির্বাচনপূর্ব গণভোট অযৌক্তিক: মির্জা ফখরুল


ছবিঃ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের নেই। এছাড়া জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন অপ্রয়োজনীয়, অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত।’

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানস্থ বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। গতকাল বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় এবং বৈঠকের সিদ্ধান্ত জানাতেই আজ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫-এ সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয় বাস্তবায়নের উদ্দেশ্যে সরকার একটি আদেশ জারি করতে চায়। সংবিধানের ১৫২ নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে এটি রাষ্ট্রপতির এখতিয়ার। তাই সরকারের এ ধরনের আদেশ জারি করার অধিকার নেই।’

তিনি আরও বলেন, ‘সনদ বাস্তবায়নের সুপারিশে রাজনৈতিক দলগুলোর মতামত, ভিন্নমত বা নোট অব ডিসেন্ট উল্লেখ করা হয়নি। অর্থাৎ ঐকমত্য কমিশনের সুপারিশ একপেশে এবং জবরদস্তিমূলকভাবে জাতির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। দীর্ঘ সময়ের আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষিত হয়েছে, যা সময় ও অর্থের অপচয় এবং জাতির সঙ্গে প্রতারণা।’

মির্জা ফখরুল গণভোট প্রসঙ্গে বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচন অনুষ্ঠানের আগে গণভোট আয়োজন সম্ভব নয়। সময়ের স্বল্পতা, বিশাল ব্যয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ লোকবল ব্যবস্থাপনার কারণে নির্বাচনপূর্ব গণভোট অযৌক্তিক এবং অপ্রয়োজনীয়। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করা বাঞ্ছনীয়।’

তিনি আরও উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সরকারের কাছে যেসব সুপারিশ পেশ করা হয়েছে, তার মধ্যে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত বা নোট অব ডিসেন্ট যথাযথভাবে প্রতিফলিত হয়নি। কিছু প্রস্তাবনা যেমন শেখ মুজিবুর রহমানের ছবি অফিসে প্রদর্শনের বিধান, তা সনদে অন্তর্ভুক্ত হয়নি। তিনি বলেন, ‘মনগড়া সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতীয় জীবনে দীর্ঘমেয়াদে অকল্যাণ ডেকে আনতে পারে।’

মির্জা ফখরুলের বক্তব্যে স্পষ্ট হয়েছে, বিএনপি সরকারের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে এবং নির্বাচনপূর্ব গণভোট আয়োজনের সিদ্ধান্তকে যৌক্তিক মনে করছে না।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন